এই পথে ভীড়েছিলো 'মুজিবের নাও'
Published on: 2021-12-18 21:53:00

২০২১ সালেও এইসব অঞ্চলে যেতে হয়ে গাড়ি, সিএনজি, নৌকা, পায়ে হেঁটে। ’ভদ্রজন বিবর্জিত’ এই সব অঞ্চল সপ্তাহ জুড়ে ঘুরে বেড়িয়েছিলেন শেখ মুজিব, ৫১ বছর আগে।
একদিকে প্রবল ক্ষমতাবান পাকিস্তানপন্থী নেতারা, আরেকদিকে বামপন্থীদের চারনভূমি এই অঞ্চল। শেখ মুজিব তাঁর দীর্ঘ শরীরের ছায়া দিয়ে ঢেকে দিয়েছিলেন অন্য সকলকে, ছয়দফার ভিত্তিতে জাতীয় নির্বাচনের প্রচারণায় এইসব অঞ্চলকে নিয়ে এসেছিলেন তাঁর জাদু বাস্তবতার মায়ায়।
অর্ধ শতাব্দী পেরিয়েও সেই মায়ার ঘোর কাটেনি প্রবাদ প্রসিদ্ধ এইসব অঞ্চলের মানুষদের। তাঁরা স্মৃতিচারন করেন- প্রবল ঝড়োহাওয়ার দিনে ছোট বড় নৌকা ভর্তি মানুষ এসে জমায়েত হয়েছিলো, সংখ্যায় তাঁরা শত শত হাজারে হাজার।
এইসব জলপথে ঘুরি। ক্ষমতাবৃত্ত থেকে বহুদূরে থাকা মানুষেরা এখনো কী করে তাঁদের মুজিবকে আগলে রেখেছেন স্মৃতিতে, জেনে বিস্মিত হই।