“মধ্য নগর”- এক আশ্চর্য্য জনপদ
“মধ্য নগর”- এক আশ্চর্য্য জনপদ। যতোবার গিয়েছি আমার কাছে বড় রহস্যময় এক অঞ্চল মনে হয়েছে। প্রশাসনিকভাবে সুনামগঞ্জ জেলায় কিন্তু সুনামগঞ্জ থেকেও বহুদূর। কদম ফেললেই নেত্রকোণা জেলা শুরু। উত্তরে মেঘালয়ের পশ্চিম খাসি হিল শেষ হয়ে গারো পাহাড়ের শুরু আর দক্ষিন,পূর্ব, পশ্চিম তিনদিক জুড়ে তো আদিগন্ত হাওর। এখানে এলে মনে হয় হাওর আসলেই সায়র/ সাগরের অপভ্রংশ। বর্ষায় …